হাসো যখন মুখ উঠিয়ে টোলের নিচে তিল,
তখন আমার চোখে ভাসে ব্যস্ত মতিঝিল।
লালচে মুখের ক্ষিপ্ততা ঐ নয়তো শুধু রাগ,
ওটাই হলো আমার কাছে তপ্ত শাহবাগ।  
যখন তুমি হঠাৎ রেগে রূপ নাও রণচণ্ডী,
তাতে দেখি রৌদ্র ছোঁয়া দুপুরের ধানমন্ডি।
যখন প্রেমে মত্ত থেকে হাসিতে থাকো ভরপুর,    
পাই খুঁজে ঐ হাসিমুখে কোলাহলময় মিরপুর।  
কালো কেশে মেঘদূত নামে, ভয় পায় যখন দৈত্যরা,
চেয়ে থাকি আমি অপলক, চোখে ভাসে গোটা উত্তরা।  
অলংকারের অহংকারে যখন তুমি বাঁধনছাড়া,  
তোমার রূপে দেখি তখন ঐ গুলশান আর বারিধারা।  
কাজল রাঙা চোখ দুটিতে যখন আমি তাকাই,
হয় যে মনে ততক্ষণে দেখছি পুরো ঢাকাই।
তুমিই আমার ব্যস্ত নগর, কর্মমুখর রাণী,
তুমিই আমার চারণভূমি, আমার এ রাজধানী।