তসবিহ জপে, সুর্মা আর আতর মেখে চলরে কেউ মিথ্যে ঢেকে, সে কি নয় ভন্ড?  
বুকের উপর ক্রসটা পরে ভিতরে ভিতরে যে কুকাজ করে, চাইবো না তার দণ্ড?    
পুরোহিতের পোশাক পরে যে মানুষ গোপনে অধর্ম করে, হবে না সে জন পাপী?    
লেবাশটাই মুখ্য হলে ধর্মটা আর কেমনে চলে? লেবাশেই কেনো ধার্মিকতা মাপি?
বাইরের সাজসজ্জা দেখে মজে গেলে তোমরা কি তার ভিতরটা বাইরে আনো আর?    
হতেও তো পারে বাহিরের ধার্মিক মানুষটাই ভিতরে আস্ত একটা হিংস্র জানোয়ার।  
ধর্ম ধর্ম করছে যে জন, সে জন যে অধর্ম করছে না- কে নিশ্চিত করে বলতে পারে?    
জাত গেলো জাত গেলো বলে ব্যস্ত যে জন, সে জনেও কি কুজাত কভু জন্মায় না রে?    
ধর্মের নামে তরবারি তুলে আমি ঝরাই না কারও রক্ত; আমি মানুষ, নই পাষণ্ড বা বন্য,    
আমাকে মুসলিম নাই বলো, নাই বলো হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, মানুষ হলেই আমি হবো ধন্য।