শতেক লোকের জমায়েতেই ওদের খুব ভয় হয়,
গুটি কয়েক প্রতিবাদী হাত দেখলেই যে মৃত্যুময়!
অধিকার প্রত্যাশীদের মৌন মিছিলেই যেনো ঝড়
ওদের মিথ্যে অহমিকাকে ডোবায় জলের ভিতর।
কলমে লেখা প্রতিবাদ নাড়িয়ে দেয় ওদের ভিত,
নড়ে ওঠে রাজমহল যদি শোনে জাগরণী সঙ্গীত।
ভয় পায় ন্যায়-সাম্যের বাণী; সমালোচনার ভিড়,  
কিছু স্লোগানেই যেনো সিংহাসনের মূলে ধরে চিঁর।  
যে জনতার মহাকৃপায় মেলে ক্ষমতাধারীর আসন  
সেই জনতারে রুখতে লাগে অত্যাচারী অপশাসন!
একটু গণ হুঙ্কার শুনেই ওরা এতোটা ভীত বিহ্বল!    
প্রতিবাদী মানুষকে ঠেকাতে নামায় অস্ত্রধারীর দল!
'জনগণের ক্ষমতা' লুটেপুটে নিয়ে নিজেদের তরে
কাজে, কর্মে ওরা যে জনতার সাথে ছলনাই করে।
তাই গণজাগরণের আভাষ পেলেই ওরা হিংস্র হয়,      
ক্ষমতাধর শাসকেরও যে রয় ক্ষমতা হারানোর ভয়!