রাজবিহারের মন্দাকিনী, নূপুর পায়ে রিনিঝিনি
আলতা লালে রাঙিয়ে পা দিচ্ছে রূপের ঝলকানি।
একলা বসে পুকুর ঘাটে বাঁধে মাথার চুলগুলি,  
হাওয়ায় উড়ে খোঁপার পেটে গাঁথা বকুল ফুলগুলি।
নাকফুলেতে নাক সাজিয়ে সে পরেছে নোলকটা,  
ফুলটা যেন কাশ্মীরী লাল, মন কেড়েছে গোলকটা।
সাতটি রঙের বাহার করা চুড়ি পরা দুই হাতে,
কয় না কথা লাজুক লতা মুখ ঢাকে সে লজ্জাতে।
মাথার উপর খোলা আকাশ, মেঘে মাখা গাঢ় নীল,
মুখ উঁচিয়ে তাকিয়ে থাকে, পুকুর জলে ছুঁড়ে ঢিল।  
ঢিল লাগা জল বেজায় উতল, রাঙা পদ্ম যায় ভাসি,
মন্দাকিনীর রূপের ছায়ায় ঢেউ লাগা জল দেয় হাসি।
গায়ে এসে লাগা হাওয়া মাতাল নেশায় উড়ে যায়,
শরীর ভেজায় মন্দাকিনী জল কেলিয়ে দুটি পায়।
রূপের রাণী মন্দাকিনী কোন ভাবনায় সব ভুলে!
রাঙা পারের আঁচলখানি মত্ত হাওয়ায় যায় খুলে।
জলের সাথে মন্দাকিনী মনের কথা বলে যায়,  
এমন করেই মন্দাকিনীর সারা বেলা চলে চায়।