বাঙ্গালীর পহেলা বৈশাখ প্রাণের উৎসবে,    
আবাল-বৃদ্ধ-বণিতার অসীম খুশি-কলরবে,
হাজারো নারী আর পুরুষের প্রাণ উচ্ছলে,
কোথা থেকে দলে দলে নরপশু এলো চলে!  
হামলে পড়লো কতো মা-বোনের উপর!
কেড়ে নিলো সম্ভ্রম যেনো অতি তৎপর,  
কাঁদিয়ে জাতিকে সীমাহীন ঘৃণা-লজ্জায়
কুলাঙ্গারের দল যে অনায়াসে চলে যায়।  
টিকিটাও মিললো না, কতো খোঁজাখুঁজি!  
বাতাসের সাথে ওরা মিশে গেলো বুঝি?
নাকি এলিয়েন হয়ে এসে চলে গেছে ফের?
বৈশাখ এলে বুঝি ওরা হবে বের?
আবার লুটাবে বুঝি সমাজের মান
নারীকে খামচে ধরে করে অপমান?
সে সুযোগ আর নয়, বাঙ্গালীর পণ,
এবার বেরালে জানিস হবেই মরণ।  
কোথায় লুকিয়ে তোরা? বুকে নাই বল?
কোথায় হারিয়ে গেলি নরপিশাচের দল?


রচনাকালঃ ২০ এপ্রিল ২০১৫ খ্রিস্টাব্দ।


(প্রায় দুই বছর আগে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন কালে বেশ কিছু নারীর উপর নরপিশাচরূপী কিছু উচ্ছৃঙ্খল তরুণ-যুবক ঝাঁপিয়ে পড়ে তাদের শ্লীলতাহানি করে। ঘৃণ্য সেই ঘটনার প্রতিবাদস্বরূপ এই কবিতাটি লেখা। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে  সেই নরপিশাচেরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে! এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকল বাঙ্গালীকে নরপিশাচদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। )