থাকলে বন্ধ ঘর
বাহির তো হবেই পর
আপন জগত বলতে, শুধু নিজে।
বাইরের আলো হাওয়া
কখনও হবে না পাওয়া
বুঝবে না বাইরে বইছে কী যে!


যতটা সময় পার
আবদ্ধে হয় তোমার
করলে না পর তরে কিছু;
নিজেকে একলা করে
বেঁধেছো বন্ধ ঘরে
নিজেরেই টেনেছো খালি নিচু।


এমন করে ভবে
কতো দিন বেঁচে রবে?
এ বাঁচায় ফলে না তো ফল।
কুঁকড়ে একা একা
পাবে না কারও দেখা
ঝরলেও নয়নের জল।


সময় থাকতে জাগো,
সবার তরেতে লাগো,
মন দাও ভালো সব কাজে।
তোমার হলেও মরণ,
মানুষই করবে স্মরণ,
রাখবে তোমারে মন মাঝে।