আমি দুহাত বাড়াই উন্মুক্ত আকাশ পানে
তোমরা মুখ চেপে হাসো বিদ্রুপের হাসি,
বিহঙ্গের মতো উড়তে চাই, তাতেও হাসো,
ব্যাঙ্গ ভরা হাসিটাও আমি বড় ভালোবাসি।  
সব দুঃখ পাড়ি দেবো, আনবো স্বর্গ সুখ,
সেটা শুনেও তোমরা হেসেছো, সরিয়েছো মুখ,
বিষাদ, কষ্টের মূলে আমি হানবোই আঘাত,
এটা শুনে জ্বালিয়েছো আমায় প্রতি দিন রাত।
দিগন্ত পাড়ি দিয়ে আনবো পূর্ণ রবির আলো,
এ স্বপ্নের কথাও তোমাদের লাগে নি ভালো।
বিভেদ সরিয়ে দেবো, মানুষ-মানুষে হবে ভাব,
থাকবে না জরা, অনাহারে মরা, ভাতের অভাব।
কালো মুখে আলো জ্বেলে ফুটাবো অকৃত্রিম হাসি,
যে দিকেই যাবে, শুধু সুখই পাবে রাশি রাশি।
বুঝবে আমায় সেদিন যেদিন আনবো নতুন আলো,  
ঝলমলিয়ে সরিয়ে দেবো বিষাদের নিকষ কালো।  
যতোই আমায় উন্মাদ বলো, মশকরা যতোই করো,  
মানুষ ছোট হতে পারি, আমার স্বপ্নগুলো অনেক বড়।
ছোট হয়েই এসেছো ভবে, আমৃত্যু ছোটই থেকে যাবে?  
স্বপ্নেই যদি না ছোঁও আকাশ, তবে বাস্তবে কী পাবে?