হিমেল হাওয়ার দিনগুলো শেষ,
বিলীন হয়েছে জড়তা,
রঙে রঙে আজ সেজেছে প্রকৃতি
এনেছে ফাগুনের বারতা।
ঋদ্ধ হয়ে উঠে রিক্ত বৃক্ষরাজি
স্নিগ্ধ সবুজ কচি পাতায়,
শীতের রিক্ততা ভুলিয়ে ফাগুন
লিখছে কাব্য মনের খাতায়।


রঙে রূপে লাবণ্যে মনোহর হয়ে
চারপাশ দোলে উষ্ণ দোলায়!
পরিবর্তনের ছোঁয়া পেয়ে বুঝি
প্রকৃতি মানবের কষ্ট ভোলায়!
শীতের খোলসে ঢুকে থাকা বন
জেগে উঠে মাতে নতুন খেলায়,
পলাশ-শিমুল-নাগালিঙ্গমের দল
ভরে গেছে সব রঙের মেলায়।  


বসন্তরাণী সবুজ-শ্যামল বাংলায়
আজ দক্ষিণা দুয়ার দিয়েছে খুলে
কাঁচা পাতার রঙ আর পুষ্প সুবাস
কোকিলের কুহুতান, আম্রমুকুলে।
উথালপাতাল বায়ে উড়ে যায় মন,  
নৈসর্গিক আনন্দের যেনো নেই অন্ত,  
প্রাণ পেয়েছে অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবন,
বাংলার প্রকৃতিতে এসেছে মধুর বসন্ত।