বহমান হাওয়ায় উড়ে হারায় প্রতিক্ষণ,
মুহূর্তে মুহূর্তে বিচলিত হয় দেহমন,
হাহুতাশের দোলায় দোলে যতো সব চাওয়া,
হিসেব মেলে না কী পেয়েছি, কী হয়নি পাওয়া।
কেনো এতো সংক্ষোভ, এতো আঘাত, এতো ক্ষত?
যে ভাগ্য হয়েছে হত তা আর ভোগাবে কতো?
এখানে এসেছিলাম ক্ষণকালীন আনন্দের সন্ধানে
সে আনন্দ কোনও এক ব্যর্থ প্রেমের আবাহনে
এক মধুর অবকাশে নিঃশেষে কোথায় তলিয়ে গেছে!
বুভুক্ষু হৃদয়ের পীড়া শিরা উপশিরায় রয়ে গেছে।
ক্ষণে ক্ষণে বিমুক্ত ব্যথা জমে হয় পাহাড় বিপুল,
ক্ষণভঙ্গুর কালখন্ডের হাতে আমরা কি তবে খেলার পুতুল?