..... আমার প্রতিটি সকাল সুরভিত, স্নিগ্ধ  
চারিদিকে বহে সুবাসিত নাতিশীতোষ্ণ হাওয়া।
      ক্লান্ত দুপুরেও সতেজ সজীব আমি,  
     পূর্ণ হলো বুঝি আমার সকল চাওয়া।  
     সঙ্গীত সুরে নাচে পড়ন্ত বিকেলগুলো,
    কি মিষ্টি লাগে উড়ে আসা পথের ধুলো!
   সন্ধায় কান পেতে শুনি ঝিঁঝিঁপোকার গান,  
   আমি নিজেকে হারিয়ে খুঁজি উচাটন প্রাণ।
হাজারো স্বপ্নেও ঘুম আসে না দুই আঁখি পাতে  
    স্বসুরে গান গেয়ে শুনি আমি প্রতি রাতে।  
  চোখ মুদলেই কত স্বপ্ন দুচোখে এসে জাগে,
তুমি আছো বলেই পৃথিবীটা স্বপ্নের মতো লাগে!