তোমরা খোঁজো যৌবনের ভাঁজ,
কামুক নেশার ফল,  
আমরা খুঁজি একফালি চাঁদ,
আলোক মাখা জল,
তোমরা খোঁজো নির্জনতায়  
গহীন অন্ধকার,
আমরা খুঁজি খোলা বাতায়ন,
রৌদ্র ছোঁয়া দ্বার,  
তোমরা খোঁজো ঝোপঝাড় আর
নির্বাসিত জঙ্গল,  
আমরা বুঝি আপনজনের  
পাশেতেই মঙ্গল।
তোমরা খোঁজো সূর্যাস্ত আর
মধ্যরাতের বেলা,
আমরা খেলি সবার মাঝে
মুক্ত মনন খেলা।
তোমরা খোঁজো ঘেরা নৌকা,
কিম্বা বদ্ধ ঘর,  
আমরা খুঁজি আলো ঝলমলে
উন্মুক্ত প্রান্তর।
তোমরা খোঁজো হাজার উপায়  
বদনাম কীসে ঘুচে,  
আমরা পেয়ে সুখের আলো
দুঃখকে দেই মুছে।  
তোমরা খোঁজো পায়রার খোপ,
খাল ও বিলের ক্লেদ,  
আমরা উড়ি উন্মুক্ত জগতে,  
করি প্রেম অভেদ।