ভরা পৃথিবীতে আমি বড় একলা,
       সাত-পাঁচে নেই কারো।
আমায় ভীরু বলো, বলো কাপুরুষ,
       যা কিছু বলতে পারো।
ক্ষুদ্র এ ঘর পৃথিবী নিজের,
       আর তো কিছু চাই না।
তোমরা কোন সুখে থাকো চিরদিন
       আমি তা দেখতে যাই না।
আমার পৃথিবী নিজের হাতেই
       নানান রঙে সাজাই।
আমার নিজের কথা-সুরে
       আমার বীণা বাজাই।
তোমাদের নিয়ে তোমরা থাকো,
       আমায় নিয়ে আমি।
ছোট্ট এ জগত আমার
       অনেক বেশি দামী।
তোমাদের ঐ রঙ্গমহল
       এনো না আমার কাছাকাছি।
আমার পৃথিবী ছোট্ট এক স্বর্গ,
       এখানেই বেশ ভালো আছি।