... মাঝবেলাতেই বেলা আমার অস্ত গেলো বলে,
কোনটা সঠিক, কোনটা বেঠিক- এমন দোলাচলে।
   কাজ হলো না, অকাজগুলোই করে গেলাম ঢের,
    হিতাহিতের জ্ঞান ভুলে দেয় কাজের রকমফের।
     সময়ে ফোঁড় দেইনি আমি, কাঁদায় অসময়,
        আশার তরী বাইছি শুধু, যদি কিছু হয়।
   সামনে আসে মন্দ সময়, যায় দূরেতে ভালো,
  আশার আলো হয় যে ক্ষীণ, আঁকড়ে ধরে কালো।
    জীবন জুয়ায় কেটে গেছে আমার সকল কাল,
     হেলায় হেলায় বেলা শেষে এমন হলো হাল!
      হাতের কাছেই সাথী ছিল, বন্ধু ছিলো কতো!
     সায়াহ্নে আজ জীবন কাটাই অসহায়ের মতো।
    ঘোর তমশায় তলিয়ে যাবো, ভাবি নি তো কভু,
      বিদায় বেলায় প্রার্থনা এই- ক্ষমা করো প্রভু।