....ঘোর অন্ধকারে দু হাত বাড়িয়ে আমি আকাশ মাপি,
    হিমেল হাওয়া বুকে এসে লাগে, থরথরিয়ে কাঁপি।  
কোথায় লুকিয়ে চাঁদ? কোথায় আছে দুগ্ধপথের তারা?
   তোমাদের খোঁজে আমি পাগল, উন্মাদ, দিশেহারা।
   বাতাসে উড়ে উড়ে চলে যাই দূর আকাশের কাছে,
আমাকে আঁধারে ফেলে চাঁদ-তারা কোথায় লুকিয়ে আছে?
ঝিঁঝিঁপোকা কাঁধে বসে আমাকে জ্বালায় মিটমিট আলোয়।
ওগো চাঁদ, এসো, আমাকে ভরিয়ে দাও তোমার সব ভালোয়।  
   নেই সাড়া, আমি ভাবি অজানা ভাবনা একা একা বসে।
   পাকা পাতা উড়ে এসে পড়ে, ছুঁয়ে দেয় কোমল পরশে।
   কোত্থেকে কানে এসে চেপে বসে হুতোম প্যাঁচার ডাক?
  আমি বাতাসের শিহরণ নেই, আমার দুচোখ যেনো নির্বাক,
   কান পেতে শুনি বহে নদী, তার বুকে জল করে টলমল,  
   আঁধারের মাঝে পড়ে কী কারণে দুটি আঁখি হয় ছলছল।  
আকাশ পানে আছে চোখ, কই চাঁদ? পাই না তো তার দেখা,
ঘর-পরিজন ছেড়ে বেড়িয়ে চাঁদের খোঁজে আজ আমি বড় একা।