সময় যেন এক না থামা সওয়ারি,
ক্ষুদ্র মুহূর্ত হয়ে যার যাত্রা শুরু,
থামে না সে আর সে মুহূর্তের জন্যই,
সেকেন্ড গড়িয়ে যায় ঘণ্টার মুখে,
ঘণ্টা মিলিয়ে যায় দিবসের বুকে,
দিবসে দিবসে মিশে সপ্তাহ পার,
সপ্তাহে সপ্তাহে ক্ষয় মাসের পাহাড়,
মাস থেকে বছর, বছর থেকে যুগ,
যুগে যুগে পার হয় কাল-মহাকালে।
কতো কিছু হারায় এই সময়ের তালে।
হারিয়ে যায় কতো কিছু কালের প্রবাহে!
হারায় অনুভূত সব অতীতে মিলায়ে।  
ট্রয় হারিয়ে যায়, হারায় ব্যাবিলন,
সময় কি তবু নয় থামার মতন?


এসো তবে প্রিয়া, নাও তো আপন করে,
হাতে হাত চেপে ধরে বাঁধো তো বাহুডোরে,
দেখি তো সময় এবার বহে কেমন করে।
তুমি আমি এক হলে থামবে সময়,
সময় আমাদের ছাড়া আর কারও নয়।
সময় এসে বাঁধা পড়ুক প্রেমের জালে,
প্রেমে যে বসন্ত থাকে সর্ব কালে।
ভালোবাসায় চিরটিকাল বসন্ত বৈ অন্য কিছু নয়।
এখানেই এসে থামবে সওয়ারি সময়।