মনে যদি রাখিস সাহস, আত্মবিশ্বাস, প্রত্যয়,  
তবে জানিস, পারবি রে তুই ছিনিয়ে নিতে জয়।  
ভীরুরা কি পায় রে খুঁজে কভু জয়ের দিশা?  
কাপুরুষ যে আলোর মাঝে দেখে অমানিশা।    
মস্তকে তোর বিবেকবাতি জ্বালিস যদি ঠিক,    
ঝড় বাদলেও পাবি রে তুই খুঁজে সঠিক দিক।  
ধরাতলে পা দু’খানি সদাই রাখিস সোজা,  
হাত উঁচিয়ে ঠিকই হবে ঊর্ধ্ব গগণ খোঁজা।
গতর জোরে সঠিক দিশায় করে গেলে শ্রম,
লক্ষ্যেতে তুই পৌঁছে যাবি, না হয় যদি ভ্রম।
ঠিক জায়গায় দিস যদি তুই ঠিক সময়ে ফোঁড়,
শেষ বেলাতে দেখে নিবি বিজয় হবে তোর।  
হিংসুটে জন ভরকাবে মন, দেখাবে ভ্রুকুটি,
শত্রুজনে প্রতিক্ষণে ফেলবে শাপের গুটি।  
কতোজনে কতো কথা বলবে চলার পথে,
তাই বলে কি হতাশ হবি? ভুগবি কষ্ট ক্ষতে?  
কে কী বলে, নিসনে কানে, বিবেক রাখিস ধরে,    
লোকের কথায় থেমে গেলে জয় পাবি কি করে?
বুকের ভিতর সাহস নিয়ে করে যা তোর কাজ,
দেখবি তবে দিচ্ছে রে জয় খুলে সকল ভাঁজ।
লক্ষ্যটারে রাখিস রে ঠিক, জয়ের নেশা মনে,
শেষ হাসিটা হাসবি রে তুই, দেখবে জনে জনে।