নগ্ন কভু হতে চাওনা নিজে
অন্যকে নগ্ন দেখতে চাও।
নিজের মধ্যে ভুল ধরো না
অন্যের ভুল তো ধরতে পাও।
অন্যের মিথ্যে করো না সহ্য
নিজে মিথ্যে বলছো বেশ।  
নিজেকে অক্ষত রাখছো সদা
অন্যকে পুড়ে করছো শেষ।  
নিজের আঁতে লাগাও না ঘা
অন্যের ক্ষতে দিচ্ছো নুন।
নিজের সম্মান ঠিকই বোঝো
অন্যের সম্মান করছো খুন।  
তোমার নিন্দা চাও না শুনতে
অন্যকে নিয়ে গালমন্দ করো।
অন্যের পিছে লেগে থাকো সদা
অন্যকে পিছে টেনেই ধরো।
সামনে নিজে চাও তো যেতে
চাও না অপরে সামনে যাক।
নিজের বেলা শতভাগ বোঝো  
অন্যের ভাগটা শূন্য থাক।
মানুষ তুমি নিজ স্বার্থ বোঝো  
অন্যের কথা ভাবো না,
পরের কারণে স্বার্থ ছাড়ে
এমন জনকে পাবো না?
সে মানুষ চাই প্রতি মানুষে
স্বার্থে মগ্ন থাকবে না।
এ জগত সেদিন ভরবে আলোয়
যে দিন 'স্বার্থ' থাকবে না।