দিনে দিনে তুমি বাড়িয়েছো শুধু পাপেরই বোঝা
একটিবারও ভালো-মন্দের ফারাক হয়নি খোঁজা!  
ভাবনি কিছুই শুধু ছুটেছো অর্থের পিছে সারাক্ষণ,
লোভের সীমা ভেঙ্গেছো আর বাড়িয়েছো শুধু ধন,
জীবন তোমার ভোগ বিলাসে হয়ে গেছে বাধাহীন,
এমন অবাধ বিলাসী জীবনে ভেবেছো এক দিন-
ভোগ বিলাস তাপে করছো যে পাপ এ ধনী হালে,
কী জবাব দেবে স্রষ্টার কাছে শেষ বিচারের কালে?
কে তোমাকে বাঁচাবে সেদিন, কে বলো রবে পিছে?
হেন ধন দৌলত দুনিয়াদারি সব হয়ে যাবে মিছে।
সততা হারিয়ে অন্যায় পথে পাপই করেছো জমা,  
মুক্তি পাবে সে পাপ থেকে? সে পাপে নেই ক্ষমা।
তবু বলি, বিধাতা পরম দয়ালু, দুহাত উচ্চে ধরো,
অনুতাপে ঝরাও চোখের পানি, ক্ষমা প্রার্থনা করো।