বহুদিন পর আমার ভীমরতি জেগেছে।
বুড়িয়ে গেছি!
নাহ! চল্লিশই পেরোইনি এখনো।
চালশেতেও পড়েনি দুই চোখ।
তবে কেনো একে ভীমরতি বলবো?
পেঁজোমো! তাও নয় বৈকি।
গভীর হৃদয়ের সুপ্ত বাসনাই
বাইরে এনে করেছি পেশ।
আজ তোমাকে আমি খুব কাছে চাই,
শুন্য খাঁচা আজ চাই পুরিতে।
অপেক্ষা করেছো অনেক
আমিই পারিনি আগে নিজের সায় পেতে।
ভালবেসেছি অনেক কিন্তু পারিনি বাঁধতে ভাল এক বাসা।
মনের বিরুদ্ধে তুমি নিয়েছিলে সিদ্ধান্ত
চলে গেলে বধূবেশে অন্য কারও নীড়ে।
আমি চাইলেই আসবে কি আর ফিরে?
দু’চোখে তাকিয়ে আছি তোমার প্রতীক্ষায়,
বাহুডোরে বাঁধব তোমায় ফিরে যদি আসো।
প্রশ্ন তুলবো না তোমার কুমারীত্ব নিয়ে।
তোমার হৃদয়ে এখনও উঠে ঝড়, আমি জানি।
আমাতেই তোমার পূর্ণ বসবাস, সেও মানি।
আজ যেথায় আছো, সেথায় আছে শুধু খোলস তোমার।
সে খোলস ছিঁড়ে ফেলে চলে আসো তুমি।
চল্লিশের কোঠায় আমি, তাতে কী?
মনেপ্রাণে এখনও উনিশ-কুড়ি।
তুমিও তো এখনও হওনি বুড়ি।  
সেই প্রেম এখনও আছে মনে,
দেহে আছে তাপ।
প্রমাণ চাও? তবে ফিরে আসো তুমি,
তোমাতেই রাখবো সেই ভালোবাসার ছাপ।