ভোট আসছে, ভোট, ক্ষমতায় যাবার ভোট!
কোমরেতে গামছা বেঁধে নিজ এলাকায় ছোট।


তসবিহ হাতে, টুপি মাথায় মসজিদ পানে চল,  
আল্লাহ্, খোদা, রাসুলের নাম জোরে জোরে বল।


চাষি, মুদি, কামার, কুমোর, চামার, মুচি, জেলে
পায়ে ছু্ঁয়ে কর রে সালাম সামনে যে যে মেলে।


শিশু, কিশোর, তরুণ, যুবক, পৌঢ়, বৃদ্ধজনে
মাথার উপর হাত রেখে নে দোআ প্রতিক্ষণে।


যা সম্ভব যা অসম্ভব, বল সবই তাদের দিবি,
প্রুতিশ্রুতি যতো দিবি দে, শুধু স্রষ্টার নাম নিবি।  


বাদ দিস নে মন্দির, গির্জা আর প্যাগোডাগুলো,
ধর্মশালা, এতিমখানা, বৃদ্ধাশ্রমেও দিস পদধুলো।


অনাহারে অর্ধাহারে আছে কারা? তাদের খোঁজ,
ফিন্নি-পোলাও-বিরিয়ানিতে করাও ভুঁড়িভোজ।  


ভোট আসছে, ভোট, স্বেচ্ছাচারী হবার ভোট,
সচ্চরিত্রের লেবাশ পরে জনতার কাছে ছোট।