আমি জ্বীন ও ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য,
তাই আদম সন্তান যেনো আল্লাহর ইবাদত করে হয় ধন্য।
আমি সুদকে হারাম ও ব্যবসাকে করেছি হালাল,
তাই সকলে যেনো সুদকে বর্জন করে ধরে সৎ কাজের হাল।।


আমার পথে যারা জীবন দান করে তোমরা তাদেরকে মৃত বলোনা,
মহান আল্লাহ তা'য়ালার পথকে সুগম করতে সবাই জিহাদে চলোনা।


অন্যায়ভাবে হত্যা, যেনা ও ব্যভিচার করবে যে,
তার ঠিকানা হবে জাহান্নামে।
নামায কায়েম করো এবং যাকাত দাও,
আখিরাতে এসে তোমরা জান্নাত নাও।।


অহংকার আমার ভূষণ, কারণ আমি স্বয়ংসম্পূর্ণ,
মানুষ যেনো অহংকার না করে, কেনোনা প্রত্যেক মানুষ অসম্পূর্ণ।
আমি যা বলিনি তা যদি কেউ বলে,
তাহলে সেতো জাহান্নামের পথেই চলে।।


আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন,
ঠিকঠাক করা দরকার লেনদেন।
প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ করতে হবে ভোগ।
আল্লাহ'র তরফ হতেই দেওয়া হয় পরীক্ষাস্বরুপ রোগ।।


সময়:-১১.২৮(রাত)
০৫/১০/২০১৭ ইং
মোরেলগঞ্জ, বাগেরহাট।।