আমি তরুন কবি অবিবাহিত,
তাইতো আমি সদা গর্বিত।
নেই কোনো ঝামেলা, নেই স্ত্রীর সাথে কোনো বাড়াবাড়ি,
নেই কোনো ছোয়াছুয়ি, নেই কোনো আহাজারি।।


সিভিতে যখন উল্লেখ করি আমি অবিবাহিত,
তখন আমি বারে বারে হই গর্বিত।
আমি মুক্ত, আমি চির স্বাধীন,
সহধর্মীনি থাকলে হতেম আমি পরাধীন।।


দিনে কোনো কাজ নেই, রাতেও নেই কোনো কাজ,
বালিশে মাথা দিলে ঘুম আসে, নেই কোনো লাজ।
প্রেয়সীর কোনো দেখা নেই, নেই সন্তানের বুলি,
আমি মানুষ কিনা তা মাঝে মাঝে যাই ওরে ভুলি।।


//২.৩০(রাত)
১৫/০২/২০১৮ ইং
মোরেলগঞ্জ, বাগেরহাট।।