গিয়েছিলাম আমি বাংলাবাজার,
দেখেছি সব বইয়ের পাহাড়।
কবিতার পাণ্ডুলিপি ছিল আমার হাতে,
এক প্রকাশক বললেন কথা বলবেন রাতে।।


সারা দুপুর না খেয়ে বসে রইলাম এক চায়ের স্টলে,
কত প্রকাশক, কবি সাহিত্যিক শুধু এদিক ওদিক চলে।
কথা বলেন সব প্রকাশক আমার সাথে,
যখন বলি টাকা নেই, তখন বলে টাকা নিয়ে দেখা করুন প্রভাতে।।


দুপুর থেকে রাত, রাত থেকে হলো প্রভাত,
তবুও টাকা ছাড়া কোন প্রকাশক আমার সাথে মিলায়নি তো হাত!
আমি তাদের দেখাই কত যুক্তি, দেখাই কত আমার প্রতিভা,
তবুও সবকিছু হয়ে গেল আমার বৃথা।।


নিজেকে নিজে বলি আর দাড়াস না, এখন তুই চল,
চোঁখ থেকে ঝড়ে শুধু কষ্টের জল।
আমি আর আমার লেখাগুলো সব হয়ে গেল অচল,
তবুও ইনশাআল্লাহ আমার লেখাগুলো একদিন হবে সচল।।


//রচনাকালঃ-
২২/১১/২০১২ ইং
সময়ঃ- ২.২৪(রাত),
সাভার, ঢাকা।।