পয়ষট্টি সনের ডিসেম্বরের ৮ তারিখে আগমন,
ধন্য ওরে চাঁদপুরবাসী, ধন্য দেশের জনগণ।
রামপুরের কামরাঙ্গায় চাঁদের মত জ্যোৎস্না রয়,
দীপু মনির আগমনে খুঁশির ওরে জোয়ার বয়।।


ভাষা সৈনিক এম.এ ওয়াদুদ রত্নগর্ভা রহিমার কোল,
রত্ন ওরে শিশু মনি আনন্দে তো সবাই উচ্ছ্বল।
ভদ্রতা ও মানবতার দৃষ্টান্ত সারা বাংলার,
মিষ্টভাষী দীপু মনি সারা দেশের অহংকার।।


হিংসা-বিদ্বেষ বিন্দুমাত্র করেনি তাকে স্পর্শ,
সততা ও ভালবাসা দীপু মনির সৌন্দর্য।
সুশিক্ষা বাস্তবায়নে ভূমিকা তার অগ্রণী,
চাঁদপুরের দীপু এখন সারা বাংলার মধ্যমনি।।


হলি ক্রোস করে হার্ভার্ড গিয়ে করেছে শিক্ষা অর্জন,
আইন, চিকিৎসা, দ্বন্দ্ব নিরসন কিছুই করেনি বর্জন।
বিশ্বজননী শেখ হাসিনার স্নেহেরও মনি,
দেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী সেতো দীপু মনি।।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বারেবারে নির্বাচিত,
জনতা ও দলের আস্থাভাজন, সত্য হয়নি পরাজিত।
প্রধানমন্ত্রীর স্নেহধন্য ত্যাগী নেত্রী সে,
বিপদে-আপদে সবসময়তে ছিলেন তার পাশে।।


দেশ ও দশকে নিয়ে ভাবার তারতো নাইকো শেষ,
শিক্ষা ও শিক্ষার উন্নয়নে ছুটে চলেন সারাদেশ।
দেশের ইতিহাসে শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী তিনি ছাড়া আর কে?
দীপু মনি শিক্ষার তরী, লইবে এই ভার কে!!


দেশ-বিদেশে সুনাম তার ছড়িয়ে ছিটিয়ে পরে,
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে গড়া সে।
তৌফিক নাওয়াজের সহধর্মিণী বাংলার দীপু মনি,
তওকীর রাশাদ ও তানি দীপাভলির আদর্শ জননী।।


জননী তিনি শিক্ষার ওরে, জননী অসহায় জনতার,
তার হাসিতে হাসতে চাই সারাজীবন ভর।
দোয়া রইল তারই জন্য,
                             ধন্য ওরে বাংলা ধন্য
দীপু মনি সাহসীনি,
                          সারা বাংলার মধ্যমনি।।


//রচনাকালঃ
১৪.০৪.২০২২ ইং
সময়ঃ- ৩.৫৫(রাত),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।


বিঃদ্রঃ- অত্র কবিতাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি মহোদয়কে নিয়ে লেখা। যখন কবিতাটি রচনা করেছি তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। ধন্যবাদ।