মেসের ঐ রান্না
দেখলে আসে মোর কান্না
খরচ হয় শুধু টাকা
তবুও বুয়া রাখা
পকেট শুধু হয় ফাঁকা
জীবনটা আঁকাবাকা
রান্নাঘরে কান্না করে
যাবো আমি তেপান্তরে
তেপান্তরে গিয়ে মরবো
থাকবো নাকো জিন্দা
আমি অভাগা যে এই ৭ তলার বাসিন্দা।।


সবার তরে আমি করি আহবান
রান্নাটা ভালো করে তারপরে খান।
ভুল হলে করবেন ক্ষমা
আমার হৃদয়ে কেবল ভালবাসা জমা
দয়া করে দিবেননা আমায় বাদ
সবার তরে অশেষ অশেষ ধন্যবাদ।।


//রচনাকালঃ-
০২/০১/২০২৪ ইং
সময়ঃ- ৮.২১(রাত),
মহাখালী, ঢাকা।।


বিঃদ্রঃ- অত্র কবিতাটি বাস্তবতার প্রেক্ষিতে রচিত। আমি বর্তমানে সাত তলার যে মেসে থাকি সেখানের বুয়ার রান্না বেশ মন্দ বটে। তাই কষ্ট ও অভিমান নিয়ে রচিত অত্র কবিতাটি।