পূজো এসেছেরে ভাই পূজো এসেছে,
এমন দিনে তোমায় পূজো মনে পরেছে।
ঢোলের ঐ বাজনা দিলে বাজে সুর,
পূজোরও পূজো তুমি বড়ই মধুর।।


পূজো এসেছেরে ভাই পূজো এসেছে,
এমন দিনে কেমন যেনো তোমায় ভালো লেগেছে।
পূজোর দিনে মনে পরে তোমায় ওরে খুব,
কেনো তুমি হয়ে আছো ওরে পূজো চুপ।।


নাচোরে তুমি নাচো ওরে-
পূজো যতন করে,
তোমার নাচন দেখবো আমি প্রাণও ভরে।
অন্য লোকে মান্য করে পূজো করে ভগবানের,
আমি যে পূজো করি আমার জানের।
হে আমার জানের।।


পূজোর দিনে পড়ে মনে পূজো তোমায় অনেক,
তুমি মোর ভালোবাসা, তুমি মোর পূজোরই নেক।
ঢোলে যখন বারি পরে দিলে লাগে বারি,
কেমন করে বলো পূজো তোমায় আমি ছাড়ি।।


পূজো এসেছেরে ভাই পূজো এসেছে,
এমন দিনে অধম তোমায় ভালোবেসেছে।
বুজো তুমি ওরে পূজো আমায় তুমি বুজো,
তুমি মোর জীবন তরী, তুমি মোর ভালোবাসার পুজো।।