ছোটকাল ছিল কত মধুর কতইনা আনন্দবিধুর,
কিন্তু আজ শুধু আধার, নেই কোনো নূর।
ছোটকালে ছিলাম কত চোর,
অন্যের কলাগাছ কাটিয়া বানাইতাম ভোঢ়।
ভোঢ়ে উঠিয়া ভিজিতাম কত বার,
বাড়িতে গিয়ে মায়ের হাতে খেতাম কত মার।।


কত মাজাদার খেলা, কত যে স্মৃতি,
কত করেছি মারামারি, কত গেয়েছি গীতি।
বন্ধুদের নিয়ে সেই আগোছালো খেলাধুলা,
আজও হৃদয় কোঠরে আঘাত দেয় লেগে আছে যেন ধূলা।
কিন্তু আজ ওরা হারিয়ে গেছে, চলে গেছে দূরে,
আজ আর বাজেনা বাঁশি একই সূরে।।


আজ চাইনা আমি বীরত্ব, চাইনা আমি যৌবন,
বারবার ছোটকালের দিকে ছুটে যায় মোর মন।
দাও দাও তুমি ফেরত দাও আমায় ছোটকাল,
আজ আমায় ছোট করে জীবনটাকে করে দাও লাল।।
জানি আর ফিরে আসবেনা সেই ছোটকাল জীবনে,
তবুও আমি স্মরন করবো মরনে।।