ফাগুনের আগমনে
মাতাল হাওয়া বইছে মনে,
প্রেয়সীর কথা পড়েছে খুব মনে।
রং বেরংয়ের পাক-পাখালি ডাকে ঐ বনে,
প্রিয়া তুমি মিশে আছো আমার এই প্রাণে।।


দখিনা বাতাশে,
পাল তোলে আকাশে,
প্রেমতরী যে মুখপানে ভাসে।
আবহাওয়ার পরিবর্তন,
তোমার আমার নতুন জীবন।।


সখি তোমায় আমি কোথায় খুঁজে পাই?
ফাগুন যে আজ আমাকে দিয়েছে ঠাই।
বসন্তের আগমনে,
তোমায় ধরেছে আমার মনে।
ফাগুনের আগমনে
মাতাল হাওয়া বইছে মনে।।