পৃথিবীর বুকে সাহিত্য গগনে-
প্রদীপের মতো যার হয়েছিল চাষ,
তিনি যে আর কেউ নন, তিনিই যে বাংলার জীবনানন্দ দাশ।
তুমি কবি বিধির সর্বশ্রেষ্ঠ উপহার,
তাইতো কবি তোমার কাজের হয়নিকো হার।
মরেও বেঁচে আছো তুমি বাংলার মাঝে,
তুমি যে চিরকাল বেঁচে থাকবে তোমার সকল কাজে।
তুমি কবি আদর্শ, তুমি কবি আলো,
তাইতো বাংলার মানুষ তোমায় বাসে অনেক ভালো।
তোমার লেখনী আর ভালোবাসা,
এখনও ধরার মানুষকে জাগায় অনেক আশা।
তোমার লেখনীতে আছে অনেক আলো, আছে অনেক আনন্দ,
তাইতো তুমি কবি মহান জীবনানন্দ।
তুমি কবি মহৎ, তুমি কবি বীর,
তুমি শুধু বাংলার নয়-
বরং তুমি সমগ্র পৃথিবীর।।


সঙ্খচিল বা শালিক হয়ে নয়,
মহাকবি হয়ে তুমি ফিরে এসো এই বাংলায়।
বৈচিত্রময় সেই ধাঁনসিড়ি নদীর তীরে,
তুমি কবি আবার এসো ফিরে।
হে কবি তুমি ফিরে এসো-
ধরো তুমি পৃথিবীর লেন,
তোমার জন্য আজ অপেক্ষমান-
নাটোরের সেই বনলতা সেন।
তুমি এসেছিলে বাংলায়,
তুমি আবার আসবে ফিরে, আছি সেই অপেক্ষায়।
পৃথিবী আজ অপেক্ষমান তোমাকে পাওয়ার জন্য,
হে কবি ধন্য তুৃমি ধন্য সত্যিই তুমি ধন্য।