জীবনের শেষে এসে তোমায় লেগেছে অনেক ভালো,
বয়স্ক যুবক আমি, তুমি আমার আশার আলো।
তোমার নেত্র আর চাহনি,
দেখলে মুছে যায় সব মম গ্লানী।।


শীতের এই শুভ্র বাতাসে,
মম হৃদয়ে প্রেম খেলে অদূরের ঐ আকাশে।
বলো, অকাল ভালবাসার রূপ গন্ধ কী?
নেই কোন অশান্তি, শুধু আছে শান্তি।।


একবার তাকাও হে বালিকা,
বয়স্ক যুবক আমি ডাকে যে কুহেলীকা।
শেষ বেলায় আমার পাকশালা শুন্য,
বহু কষ্টে আমি, নেই যে কোন অন্ন।।


আমার জীবনের নেই যে কোন খতান,
হে বালিকা তুমি মোরে করিও না অপমান।
বালিকা তুমি যে পিঙ্গলা,
বয়স্ক যুবককে পরিয়ে দাও ভালবাসার মালা।
তোমাকে নিয়ে আমার আছে পরকালে ও আশা,
চিরকাল টিকে থাকুক তোমার আমার অকাল ভালবাসা।।


//রচনাকালঃ-
৩০/১১/২০১৪ ইং
সময়ঃ- ২.১১(রাত),
ধামরাই, ঢাকা।।