আমার জীবনে হারিয়ে গেছে অনেক কবিতা,
লেখাগুলো যেন সব হয়ে গেল বৃথা ।
কত রাত জেগে,কত প্রহর গুনে লিখেছি আমি,
হায়,কিণ্তু সব কেড়ে নিয়ে গেলে তুমি ।
আজ আর মনে পড়েনা সেইসব ছন্দ,
আজ যেন আমি বড়ই অন্ধ ।
কত কষ্ট,কত ঘাম ঝরেছে আমার,
তাই বুঝি কবিতাগুলো কেড়ে নিয়ে করিলে আমায় ছারখার ।
দরিদ্রতা,অসহায়ত্ব আর অসচেতনার ফল,
আর কত দিব বল?
একবার হারিয়ে গেলে খুঁজে তো পাওয়া যায়না তারে,
তাইতো কবিতাগুলো আজ খুঁজি আমি আধারে ।
তবুও খুঁজি তোমারে,তবুও তোমারে আমি চাই,
আজ যেন আমি সর্বংসহা,আমার যে কিছুই নাই ।
যদিও আমার সব কবিতাগুলো হয়ে গেল বৃথা,
তবুও আজ সৃষ্টি হল এক নতুন হারানো কবিতা ।