ক্রমাগত ভাবে বেড়ে চলছে মানুষের উল্লাস,
আর এই মানুষতো একদিন হবে লাশ ।
কত দুঃসাহস,কত উত্থান,কত যে হানাহানি,
উল্লাস দিয়ে কত মানুষ,কত মানুষের করে প্রানহানী ।
কত ভাংচূর,কত অগ্নিসংযোগ,কত যে অনিয়ম,
উল্লাস দিয়ে এই মানুষগুলো হয়ে যায় যম ।
নেই কোনো ইবাদত,নেই কোন শৃঙ্খলা,
শুধু হতাশ,অন্যায় আর অবহেলা,
উল্লাস শেষে বুঝবে,যে উল্লাসের কত জ্বালা ।
নিজের স্বার্থ নিয়ে আজ মানুষেরা বড়ই স্বার্থপর,
বুঝবে সেদিন,উল্লাস শেষে,কাটাবে দিন শুধু আধার ।
পরের চরিত্র নিয়ে কেন এত পরিহাস?
চিরজীবন থাকবেনা,একদিন তো শেষ হবে মানুষের উল্লাস ।
উল্লাসে ফেটে,আনন্দতে মেতে,করো শুধু অন্যায়,
উল্লাস শেষে বুঝবে সেদিন,যেদিন থাকবে তুমি অবহেলায় ।
বাড়েনা দিন,বাড়ে শুধু ঋন,আর মানুষ হয় লাশ,
একদিন তো থেমে যাবে এই মানুষের উল্লাস ।