জগতের সবাই স্বার্থপর,
তাইতো সবাই সবারই পর ।
স্বার্থের কারনে মানুষ নিজেকে ও করে পর ।
টাকা দিলে স্বার্থের উপর করে সবাই ভর ।
পৃথিবীতে যে যাই করে,সবকিছুতে রয়েছে নিজের স্বার্থ ।
তাই স্বার্থের কারনে মানুষ বোঝেনা এই স্বার্থের সঠিক অর্থ ।
আমার ও স্বার্থ আছে,আমি নিজেও যে লিখি এই কবিতা ।
স্বার্থের কারনে মানুষের বাড়ে কমে মমতা ।
যদি শহরের রাস্তায় একবার দিই চোখ ।
তাহলে মানুষ গুলোর চলাফেরা দেখলে,বোঝা যাবে স্বার্থেরই ঝোঁক ।
মা বাবা ভালোবেসে তার সন্তানকে বলে,বাবা তুমি ছাড়া মোরা ফাকা ।
বড় হলে মোদের দিও কিণ্তু হাজার হাজার টাকা ।
স্বার্থেরই কারনে মানুষ,মানুষকে করে খুন ।
তাই তো নুন খেয়ে অনেকে অনেকের গায় গুন ।
স্বার্থের কারনে মানুষ ভাঙ্গা ছাদের উপর করে ভর ।
আমি আর কি বলব,আমি নিজেই যে এক বিশাল স্বার্থপর ।