আমি ছোটলোক,আমি কাপুরুষ,আমি যে হীন,
আমি বন্দি,আমি নিঃস্ব,আমি যে পরাধীন ।
আমি মূর্খ্য,আমি বখাটে,আমার অস্তিত্ব হয়ছে বিলীন,
আমি আলো নয়,আমি ভালো নয়,নয়তো আমি স্বাধীন ।
আমি নিচু,আমি ছোট,আমি যে আঁধার,
কেউ যে আমার আপন নয় সবাই যে আমার পর ।
আমি কন্টক দূর্গন্ধ,আমি নষ্ট,আমি যে পথভ্রষ্ট,
এবুকে কোন শান্তি নেই,শুধু কষ্ট আর কষ্ট ।
আমি অশিক্ষিত,আমি মূর্খ্য,বিন্দুমাত্র নেই কোন আমার জ্ঞান,
আমার নেই কোন সম্মান,শুধু পাই অপমান ।
আমি চোর,আমি ভীত,আমি যে কালো,
চেহারাটা নষ্ট,কুৎসিত কদাকার,দেখায়না যে আমায় ভালো ।
আমি অশালীন,আমি বেহায়া,আমি যে কুম্ভিলক,
আমি যে অমাবশ্যার রাত,আমি যে আধার,নয়তো আমি ঝকমক ।
আমি ভীরু,আমি হীন,আমি যে মাকালফল,
আমি কদ্বাকীর্নের কদ্বাকীর্ন,আমি নিষ্ঠুর,আমার চোঁখে নেই যে কোন জল ।
আমি বদমায়োশ,আমি স্বার্থপর,আমি যে শোধ করিতে পারিবোনা কাহারও ঋন ।
আমি বেঈমান,আমি প্রতারক,আমি যে সত্যিই হীন ।