আমি মহাপুরুষ,আমি বিখ্যাত,আমি যে বীর।
আমি গতিমান,আমি আলো,নয়তো আমি ধীর।
আমি বন্যা,আমি ঝড়,আমি যে তুফান।
আমার ভয় নেই,জয় আছে,আছে সম্মান।
আমি মহাসেন,আমি আইলা,আমি যে সিডর।
পৃথীবিটাকে আমি চুরমার করব,নেই কোন আমার ডর।
আমি সূর্য,আমি চন্দ্র,আমি যে এক উজ্জল বাত্বি।
আমি শিক্ষিত,আমি জ্ঞানী,আমি যে এক বিখ্যাত জাতী।
আমি সম্মানি,আমি অগ্নি,আমি যে তুফান ।
প্রয়োজনে আমি কেড়ে নিতে পারি হাজার হাজার প্রান।
আমি চালাক,আমি চতুর,আমি যে জ্ঞানী।
সবাই আমায় স্যালুট করে,আমি যে বিখ্যাত প্রানী।
আমি সুন্দর,আমি আলো,আমি যে অস্থির।
আমি সব পুরুষের সেরা পুরুষ,আমি যে মহাবীর ।