লাল ছোটে,
ফুল হাটে,
ঐ দূর ঘোর হাটে ।
চুল ছেটে,
নদীর বাটে,
পায় লাটে ।
বুক ফাটে,
ধুক বাটে ।
লোক হাটে,
আখ কাটে,
জামাটা ময়লাটে,
নাও এখন ঘাটে,
লাল ফিরে খাটে ।
বউ শুধু ঝাটে,
মা এসে ফাটে,
লাল ঘুমায় ডাটে ।


*এই ছড়াটি আমার "আমি শিশু" নামক শিশুতোষ কাব্যের অন্তর্ভুক্ত ।