হায় হায় হায় কী হবে উপায়,
আমার উপন্যাসের কী হবে ইপায়?
সারারাত জেগে,কষ্ট করে লিখেছি উপন্যাস,
সেই উপন্যাস কী হয়ে যাবে নাশ?
কতো মূল্যবান কথা,কতো যে বানী,
সবগুলো হারিয়ে যাবে হব যে আমি অপমানী ।
এসব মানিনা,মানতে আমি পারি না,
কোন কিছু শুরু করলে আমি যে তা ছাড়ি না ।
জীবন হারিয়ে যাবে,
কিন্তু উপন্যাস আমি দিবনা যে হারাতে,
এই সব চিন্তা আমার ঘোরে সারা রাতে ।
সবকিছু মনে হয় হারিয়ে যায় নিশীময় প্রভাতে ।
টাকা নেই,শক্তি নেই তাইতো আজ আমার উপন্যাস নেই,
টাকাতো কেউই দিবে না,
উপন্যাস আমি হারাবোই ।
টাকা নেই ঠীক আমার,
কিন্তু মনে আছে অনেক জোড়ালো শক্তি,
উপন্যাস আমার প্রকাশিত হবে,
এটাই আমার সর্বশ্রেষ্ঠ যুক্তি ।