তোমার ডাকে কোটি জনতার সজ্জিত সমর,
অমর তুমি অমর।
তোমার বজ্র কন্ঠের সেই সুমধূর ভাষণ,
কেড়ে নিয়েছে বাংলা মায়ের হৃদয়ের আসন।।
কেমনও করিয়া গিয়েছো তুমি মরিয়া,
পারোনা তুমি মরিতে!
কেমনও করিয়া গিয়েছো তুমি ছাড়িয়া,
পারোনা তুমি ছাড়িতে।
অমর তুমি অমর।।


বাংলার জনতা আজ তোমার কথা স্মরন করে প্রতি দিবারাত,
তোমার কথা না স্মরিলে যেন হয়না প্রভাত।
তুমি যে বাংলার জনক, বাংলা যে তোমায় করিবেনা নাশ,
বাংলায় যে করিবে তুমি দীর্ঘস্বাশ।
মরেও আজ তুমি বেঁচে আছো এই বাংলার মাঝে,
হায়নারা আজ বেঁচেও নত শীর লুন্ঠিত মরন সাজে।


ভেবনা তুমি বাংলার বাবা কিছু ভেবনা,
তোমার ঐ দোয়া পেলে ওদের ছাড়বো না।
মরেও অমর হয়ে শান্তিতে আছো তুমি,
দুঃখে দুঃখে কেঁদেছিল তোমার দোকন্যাসহ সারা জন্মভূমি।
অমর তুমি অমর।।


তুমি না জন্মালে জন্মাতোনা এই সোনার বাংলাদেশ,
রাজাকার আর আলবদর শত্রুরা বাংলাকে করিতো শেষ।
তুমি সমর সাজে অমর হয়ে বসে আছো পথ চেয়ে,
আবারও যুদ্ধ হলে শত্রুদের দিবে তুমি ধেয়ে।
আজ বাংলাদেশ শাসন করতেছে বাংলার বোন, তোমারই মেয়ে।
অমর তুমি অমর।।


কে বলেছে মরেছো তুমি?-মরিতে পারনা তুমি।
তোমার কথা আজ স্মরণ করে সারা জন্মভূমি।
পৃথিবী আজ অপেক্ষমান তোমাকে পাওয়ার জন্য,
ধন্য তুমি ধন্য, তুমি এক গন্যমান্য।
তুমিতো আজ বসে আছো সজ্জিত সমর,
অমর তুমি যে চির অমর।।


//রচনাকালঃ-
২৮/০৬/২০১৩ ইং
সময়ঃ- ১০.৩৮(রাত)
মোরেলগঞ্জ, বাগেরহাট(নিজ বাসগৃহ)