আমি বিশ্বাসী কবি,আমার যে আছে বিশ্বাস,
আমার কবিতায় একদিন যে পাবে  আশ্বাস ।
আমি বিশ্বাসী কবি,আমার যে আছে অন্ত,
আমি যে হব সেই দিন শান্ত,
যেদিন আমার কবিতা হবে অফুরান্ত ।
কবিতা প্রকাশ করতে পারিনি আমি গরীব বলে,
তাইতো আজ আমার হৃদয়ে আগুন জ্বলে ।
বিশ্বাস আমার আছে বলেই আমি বিশ্বাসী কবি ।
আমি নিজেই নিজেকে দিয়েছি যে উপাধি ।
সব বাধা বিপত্তি পারাব আমি,
রক্ষা করবেন বিধাতা!
মরে গেলেও বিশ্বাস থাকবে,
কাদবেনা মোর পরমাত্তা ।
কোন কাজে গেলে থাকেনা আলো,
থাকে শুধু আধার!
তবুও হার,হবেনা যে আমার ।
বিশ্বের কবি যদি হতে পারে সেক্সপীয়র,হতে পারে রবী,
আমার বিশ্বাস আমিও যে একদিন হব বিশ্বের কবি ।