ঢাক ঢোল বাজিয়ে তোরা যুদ্ধাপরাধীদের বিচার ডাক,
জাগ তোরা হে জাগ,জাগ ।
ডাক তোরা বিচার ডাক ।
তোরা যদি থেমে থাকিস,
বিচার ডাকবে কে বল?
চল,চল তোরা চল ।
ডাক ডাক তোরা বিচার ডাক ।
তোরা যদি ঘরে ঘুমিয়ে থাকিস,
জাগবে কে বল?
জাগ তোরা হে জাগ,জাগ ।
ডাক তোরা হে বিচার ডাক ।
স্বাধীণ দেশের পতাকা যারা করেছিল অপমানি,
লক্ষাধীক মানুষের যারা করেছিল প্রানহানী ।
পবিত্র দেশে অপবিত্র যুদ্ধাপরাধীদের ছোয়ায়,
স্বপ্নের হাসি যেন বিলীন হচ্ছে হাওয়ায় ।
ডাক,ডাক তোরা বিচার ডাক ।
জাগ,জাগ তোরা হে জাগ,জাগ ।
জেগে ওঠার আহ্ববানে ভয় নাই তোদের ভয় নাই,
তোদের সাথে আছে কত সৎ ব্যক্তি,আরো আছে ভাই ।
আছে কত কবি সাহিত্যিক,আছে কত দাতা,
তোদের যে সাহায্য করবেন বিধাতা ।
ডাক,ডাক তোরা বিচার ডাক,
জাগ,জাগ তোরা হে জাগ,জাগ ।
কাপেনা কী তোদের মন,নাচেনা কী রক্ত?
অন্যায়ীদের বিরুদ্ধে বিচার ডাক,হও বড় শক্ত ।
অন্যায় হোক যত শক্তিশালী,
ভীরুতা যে তার প্রধান চরিত্র ।
ডাক তোরা বিচার ডাক,তোরা যে এ দেশেরই ছাত্র ।
অন্যায়ীদের থাক যত মরনাস্ত্র থাক,
ডাক তোরা বিচার ডাক,
জাগ তোরা হে জাগ,জাগ ।