বিধি কী পাপ করেছি আমি কী পাপ করেছি?
দু:খ কষ্টের মধ্যে আমি আজ জিন্দা মরেছি ।
কোটি কোটি মানুষের পৃথিবী তোমার,
এক বিশাল পরিক্ষাগার ।
ছোট এই মানুষটাকে নিয়ে তুমি পরিক্ষা কর কী আর?
বিধিরে বিধি দাওনা একটুখানী ছাড় ।
বিধি হয় দাও মুক্তি,নয় দাও মরন,
দু:খ আর কষ্ট সব আমার শোকেরই কারন ।
কেন এত কষ্ট হয়?
পরানটা বুঝি চলে যায় ।
দুখী এই পৃথিবীতে নেই কোন সুখ,
আমি এখন কারে দেখাব মুখ ।
বিধি কী পাপ করেছি আমি কী পাপ করেছি?
দু:খ কষ্টের মধ্যে আমি আজ জিন্দা মরেছি