হে কিশোর দেখনা পৃথিবীতে কত অন্যায়?
তুমি অযথা কেন তাকিয়ে আছো নিরালায়?
আজ পুথিবী শুধু আধারে ছেয়ে আছে,
তুমি কেন পরে থাকো পাছে?
হে কিশোর জেগে ওঠো নতুন শক্তি নিয়ে,
বলো তুমি কেন থাকবে পিছিয়ে?
আধার ধ্বংস করে আলো দাও,
খারাপ ধ্বংস করে ভালো দাও ।
তোমার দিকে আজ তাকিয়ে আছে সকলে,
হে কিশোর তুমি না জাগলে মানুষ যে থাকে বেহালে ।
আজ ধরনী তাকিয়ে আছে তোমার জন্য,
তুমিই জোগাবে অন্ন,তুমিই হবে ধন্য ।
হে কিশোর কই তুমি আসো মানুষের মাঝে,
বেকারত্ব ভেঙ্গে দিয়ে লেগে যাও কাজে ।
হে কিশোর তুমি অযথা বসে থাকবেনা,থাকবেনা পাছে,
আজ সারা দুনিয়া তোমার অপেক্ষায় আছে ।