সেদিন দেখিলাম শিশু আপু বসে আছে মায়ের কোলে,
হাতে একটা খেলনা নিয়ে এদিক ওদিক দোলে ।
কতদিন যে আপুর কারনে যাইনি স্কুলে,
স্কুল থেকে এসে ব্যগটা রেখে আপুকে নিতাম কোলে ।
আপুকে আমি কোলে নিয়ে দিতেম কত চুমো,
দূর থেকে ছুটে এসে দেখতাম আপু ঘুমানো ।
মা বাবার কাছ থেকে যত টাকা নিতাম,
আমি না খেয়ে সব টাকা দিয়ে আপুকে খাবারতা কিনে দিতাম ।
একদিন আমি সেই আপুকে ছেড়ে চলে যাই ঢাকায়,
আপু কাদো কাদো চোখে আমায় না দেখে শুধু এদিক ওদিক তাকায় ।
আপুর জন্য কাদতাম শুধু আমি ঢাকায় বসে,
অস্থির পরান ভরে উঠতো আপুর কথার রসে ।
সেই ছোট আপু আজ হয়েছে কত বড়,
আমি চুমো দিতে গেলে আমায় বলে দাদা তুমি সরো ।
বড় হতে পারে ও কিন্তু আমার তো ছোট আপু,
আরও বড় হও,তোমায় রক্ষা করবেন প্রভু ।