টাকায় হয় হানাহানী,
টাকায় হয় সম্মানী,
টাকা ছাড়া হতে হয় অপমানী,
টাকায় হয় রাজা,
টাকা ছাড়া হতে হয় নিরীহ প্রজা ।
টাকা ছাড়া খেতে হয় কত সাজা ।
টাকা দিলে ভালবাসা,টাকা ছাড়া আঘাত,
টাকায় করতে পারে নিশীকে প্রভাত ।
টাকা ছাড়া অন্ধকার,টাকা দিলে আলো,
টাকা ছাড়া খারাপ,টাকা দিলে ভালো ।
পৃথিবীটা ঘোরে টাকারই কারনে,
টাকা ছাড়া আঘাত লাগে জনে আর মনে ।
টাকা ছাড়া কত মানুষ হয়েছে মৃত্য মুখে পতিত,
টাকা দিলে মৃত্যুমুখের মানুষগুলো হয় যে জীবিত ।
মূর্খ্য মানবেরা টাকারই কারনে হয় শিক্ষিত,
শিক্ষিতরা টাকা ছাড়া হয় কূখ্যাত ।
যেদিকে তাকাই আর যেদিকেই যাই লাগে অনেক টাকা,
আর এই টাকা ছাড়া পুরো দুনিয়াটাই ফাকা ।