শিশু ছিলেম একদিন,
বড় হলেম দিনদিন
পাগল হলেম পরের দিন ।
সুশিক্ষিত আর ভালো হলে লোকে বলে পাগল,
সারা জীবনের ভালবাসার এই কী ফলাফল?
অশিক্ষিত বখাটেরা পাগল বলে আমায়,
শিক্ষিতরা পাগল বললে আমি কোথায় যাই?
অন্যায়ের প্রতিবাদ করলে পাগল হতে হয়,
তবুও এই পাগলের নেই কোনো ভয় ।
পাগল হতে হয় যদি বলি সত্যকথা,
তবুও এই পাগলের নেই কোনো ব্যাথা ।
পৃথিবীর সবাই যদি আমায় পাগল বলে,
তাহলে স্বান্তনা দেয় একজন,
আর এ জন্যই কাঁদেনা মোর মন ।
আমাকে যারা পাগল বলে,
তাদের কথায় কী আর দুনিয়া চলে?
লোকে জানে যে আমি পাগল না,
তবুও তারা আমায় দেয় কেন ব্যাথা?
আমি যে পাগল,তা জানি নিজে আমি,
কবে যে শেষ হবে এই পাগলের পাগলামী?