বিদায়,বিদায় তোমার বিদায়,
অন্তরে দুঃখের হাওয়া বয় ।
তোমাকে যেতে দিতে চাইনা,
তুমিহীনা মম হৃদয়ে সূখতো খুঁজে পাইনা ।
আগুন লেগেছে আমার হৃদয়ে,
কেঁপে ওঠে বুক তোমার বিদায়ে ।
বাবা মায়ের পরে পেয়েছিলাম তোমায়,
তুমি কী ছেড়ে চলে যেতে পারো আমায়?
এ বিদায় কোনো বিদায় না,
তাইতো বুক এখন কাঁপে না ।
যদি তোমার সাথে আমরা ভুল করি কোনো,
তবে আমাদের ক্ষমা করে দিও হেন ।
তোমার বিদায় যেন এক দুঃখের শুরু,
আমাদের স্মরন করিও হে শিক্ষা গুরু ।
চিরকাল থাকবে তুমি আমাদের স্মরনে,
তোমায় স্মরন করবো আমরা মরনে ।