ছিলাম আমি শুন্য,ছিল আমার শুন্য হাত,
হঠাৎ করে পেলাম আলামিন ভাইয়ের বাড়ি দাওয়াত ।
সেকি ভালো আচরন,সেকি ভালো আপ্যায়ন,
মনে হয় যেন তারা সবাই আমার চির আপন ।
আলামিন ভাই করল নতুন বিয়ে,
আমোদ ফূর্তি কতো সেই বিয়ে নিয়ে ।
দেখিলাম আমি নতুন ভাবির মুখখানা,
ভাবীতো নয় সে আস্ত এক পরির ড়ানা ।
ভাবী মনে হয় আমার চিরচেনা ।
ভাবী আমার আপন বড় বোনের মত,
খাবার দাবার সেরে গল্প করলাম কতো-শত ।
পরিবারের সবাই আলামিন ভাই,নিরব ভাই,
আরো আছে রেজাউল,আছে নতুন বেয়াই ।
আলামিন ভাইয়ের পরিবার এক সুশিক্ষার ভান্ডার,
তাদের অতীথেয়তায় আমি মূগ্ধ,ফিরে আসবো আবার ।