জন্ম হয়ে দেখিলাম আমি মায়েরই মুখ
মায়ের মুখখানা দেখে এ জীবনে পাইলাম কতো সুখ ।
আমার প্রতি মায়ের আদর ভালবাসার ছিলনা কোনো কমতি,
মা ই ছিল আমার জীবনের জ্বলজ্বলে বাতি ।
পেতাম কতো মায়ের ভালবাসা,দেখতাম কতো তার আহাজারি,
সেই মা একদিন আমায় ছেড়ে পরকালে দিল পাড়ি ।
জন্মদাতা পিতা আমায় বেসেছিল কতো ভালো,
পিতা একদিন চলে গেল আমার জীবন করে এলোমেলো ।
পিতার পরে আমি পেয়েছিলাম বড় ভাই ও বোনকে,
ওরা ও একদিন চলে গেল কাঁদাইয়া সবাইকে ।
মেজ ভাই আমার ফেরেস্তারুপী ছিল,
সেও চলে গেল আমার জীবন করে কালো ।
ছোট বোনটা আমাকে ভালবাসিত কতো,
বোনটা ও একদিন চলে গেল,আমি কান্না করতাম শত ।
মনে পড়ে আজিকে আমার সন্তান দুটির কথা,
ওরা ও একদিন চলে গেল,মনে লাগে কতো ব্যথা ।
ভালবেসে আমি বিয়ে করছিলাম যারে,
সেও ওপারে চলে গেল আমায় নিঃস্ব করে ।
সবাইকে হারিয়ে নিঃস্ব আমার সবকিছু হয়ে গেল বৃথা,
আমি যে কবে বিদায় নেব তা জানেন ঐ বিধাতা ।