এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
অসুস্থতায় আমি খুব জ্বলছি ।
মরনরোগ আমার জীবনে বাসা বেধেছে,
মৃত্যুচক্র বুঝি সে একে ফেলেছে ।
এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
রোগযুক্ত জীবনকে আমি বারবার ধীক্কার দিচ্ছি ।
আর হবেনা লেখালেখি আর হবেনা যোগাযোগ,
ঐ দূর আকাশে মরনপাখি,বেড়ে গেছে মোর দূর্ভোগ ।
সারা রাত কষ্ট করে অনিদ্রায় থাকি আমি,
আমায় কী রোগ ক্ষমা করবে না তুমি?
এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
অসুস্থতায় আমি আমার জীবনটা ধেয়ে ফেলছি ।
আর কোনো কবিতা লিখবো না,আর আসবো না আমি নেটে,
রোগ আমার জীবনটা একেবারে খেয়ে ফেলছে চেটে ।
এটি কবিতা নয়,আমি সত্যি বলছি,
আমার আরো শতশত কবিতা আছে,সত্যি বলছি ।
তোমাদের সকলের কথা আমার স্মরন পড়বে বারবার,
আমি চলে যাচ্ছি,ফিরে আসিবো না আর ।