প্রিয়া তোমায় অনেক ভালবাসি,
তাইতো আমি তোমার প্রতিক্ষায় আছি ।
রাত গেল,দিন গেল,কেটে গেল সব,
তবুও তোমার কন্ঠ দিবা নিশী বাজে কলরব ।
তোমার প্রতিক্ষায় অধির আগ্রহে বসে আছি আমি,
আমার কাছে ছুটে আসবেনা কী তুমি?
মহাকাল সরে গেছে,সূর্য ডুবে গেছে,
প্রিয়া তুমি কী ছুটে আসবেনা আমার কাছে?
গগনের তারাগুলো ঝিলিক মারে,
প্রিয়া তুমি কী আসিবেনা ফিরে আমারই মাঝারে?
তোমায় নিয়ে রাত দিন আমি সুখের স্বপ্ন বুনি,
ঐ দূর আকাশে সদা আমি তোমার কন্ঠ শুনি ।
কাঁদিতে কাঁদিতে আমার চোখের জল হলো এক সাগর,
তোমার প্রতিক্ষায় রাত তো হয়ে গেলো ভোর ।
প্রিয়া তোমায় অনেক ভালোবাসি,
তাইতো সদা আমি তোমার প্রতিক্ষায় আছি ।